জীবন সহজ নয় কেন?
আপনার প্রশ্ন পড়ে মনে হচ্ছে আপনার কাছে জীবন অনেক কঠিন মনে হয়। আসলে জীবন কঠিন নয় । জীবনে আমারা কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের কাছে ওই নির্দিষ্ট পরিস্থিতি কে কঠিন মনে হয়। কিন্তু সম্পূর্ণ জীবন এক রকম নয়। ভালো সময় খারাপ সময় দুটোই থাকবে, আপনি খারাপ সময় কে ভয় না পেয়ে তার মোকাবেলা করলে ভালো সময় আপনি উপভোগ করতে পারবেন। তাই জীবনকে দেখার দৃষ্টি ভঙ্গির উপর নির্ভর করে জীবন কঠিন নাকি সহজ।