জুমু’আর দিনে করণীয় কাজ কি কি?

জুমু’আর দিনে  করণীয় কাজ

Add Comment
1 Answer(s)

    ১, ফজরের আগে গোসল করা।

    ২, ফজরের ফরজ নামাজ়ে সূরা সাজদা [সিজদা] ও সূরা দাহর/ইনসান তিলাওয়াত করা।

    ৩, উত্তম পোষাক পরিধান করা।

    ৪, সুগন্ধি লাগানো।

    ৫, প্রথম ওয়াক্তে মসজিদে যাওয়া।

    ৬, সূরা কাহফ তিলাওয়াত করা।

    ৭, মসজিদে গিয়ে কমপক্ষে দুই রাকা’আত সুন্নত আদায় করা।

    ৮, ইমামের কাছাকাছি গিয়ে বসা।

    ৯, মনযোগ দিয়ে খুৎবাহ শোনা। খুৎবাহ চলাকালীন সময়ে কোন ধরনের কোন কথা না বলা; এমনকি কাউকে কথা বলতে দেখলে তাকে কথা বলতে বারণ করাও কথা বলার শামিল।

    ১০, দুই খুৎবাহর মাঝের সময়ে দু’আ করা।

    ১১, অন্য সময়ে দু’আ করা। কারণ এদিন দু’আ কবুল হয়।

    ১৩, রসূলের উপর সারাদিন বেশী বেশী দরূদ পাঠানো।

    জুমু’আর দিনের পাঁচটি বৈশিষ্ট্য:

    ১, এই দিনে আদম (আ:)-কে সৃষ্টি করা হয়েছে।

    ২, এই দিনে আল্লাহ্ তা’আলা আদম (আ:)-কে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন।

    ৩, এই দিনে আদম (আ:) মৃত্যুবরণ করেছেন।

    ৪, এই দিনে এমন একটি সময় রয়েছে, যে সময়ে হারাম ছাড়া যে কোন জিনিস প্রার্থনা করলে আল্লাহ তা প্রদান করেন।

    ৫, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। তাই আসমান, যমীন ও আল্লাহর সকল নৈকট্যশীল ফেরেশতা জুমু’আর দিনকে ভয় করে।

    Professor Answered on July 23, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.