জুম্মা দিনে মোট নামাজ কয় রাকা’আত ও কি কি??
জুম্মা দিনে মোট নামাজ কয় রাকা’আত ও কি কি?? একটু বিস্তারিত জানাবেন।?
Add Comment
জুমআর নামায মূলত
দু’ রাকআত। জুমআর
নামাযের আগে ও পরে
সুনির্দষ্ট রাকআত
সংখ্যায় কোন সুন্নাত
নামায নেই। তবে কেউ
যদি খুতবা শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত হতে পারে তাহলে সে দু’দু’ রাকআত করে খুতবা শুরু হওয়া পর্যন্ত যত ইচ্ছা সুন্নাত নামায পড়তে পারে। (দেখুন সহীহ বুখারী, হাদীছ
নং- ৮৪৩) আর যদি
খুতবা শুরু হওয়ার পর
কেউ মসজিদে উপস্থিত হয় তাহলে
শুধু দুই রাকআত
নামায পড়ে বসে পড়বে
এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে।
জুমআর নামাযের পরে
কেউ যদি মসজিদেই
সুন্নাত পড়তে চায়
তাহলে চার রাকআত
পড়ার কথা বর্ণিত
হয়েছে। আর বাড়িতে
গিয়ে পড়লে দুই
রাকআত পড়ার কথা
এসেছে। রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সল্লাম
জুমআর নামাযের পরে
বাড়িতে গিয়ে দুই
রাকআত সুন্নাত
পড়তেন।