জ্ঞানী আর বুদ্ধিমান-এর মধ্যে পার্থক্য কী?
জ্ঞানী আর বুদ্ধিমানের মাঝে মুল পার্থক্য, বুদ্ধির যথাযথ প্রয়োগে।
জ্ঞানী, কখনোই বুদ্ধির অপপ্রয়োগ করতে উৎসাহী হন না। বুদ্ধিমান, প্রয়োজনে বুদ্ধির অপপ্রয়োগে লিপ্ত হতেই পারেন।
এক গ্রামে পদার্পণ করেছেন এক মহাজ্ঞানী।
গ্রামের লোক, গ্রামের সবচেয়ে বেশী বুদ্ধিমান বলে বিবেচিত এক ব্যক্তির সাথে সেই মহাজ্ঞানীর জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করলেন।
বিশাল মাঠে ম্যারাপ বেঁধে, সেই প্রতিযোগিতার আয়োজন করা হলো। গ্রামের সব লোক, প্রতিযোগিতা দেখতে চলে এসেছেন সেই মাঠে।
মঞ্চে উপস্থিত সেই জ্ঞানী এবং বুদ্ধিমান লোকটি।
জ্ঞানী, বুদ্ধিমান লোকটিকে স্বাগত জানিয়ে, প্রথম প্রশ্নটি করতে আহ্বান করলেন।
বুদ্ধিমান লোকটি জ্ঞানী কে প্রথম প্রশ্নটি করলেন,
“বলুন তো দেখি, ইংরেজীতে I don’t know এই বাক্যটির বাংলা কী হবে ?
জ্ঞানীর উওর, “আমি জানি না”
সোল্লাসে ফেটে পড়লন গ্রামের লোক। প্রতিযোগিতা সভা ভন্ডুল হয়ে গেলো। গ্রামের লোক, সেই বুদ্ধিমান লোকটি কে কাঁধে চাপিয়ে নিয়ে জয়োল্লাস করতে, করতে, সারা গ্রাম ঘুরে বেড়ালেন, কারণ, মহাজ্ঞানী, বুদ্ধিমানের প্রশ্নের উত্তর জানেন না, তাঁদের গ্রামের বুদ্ধিমানের কাছে মহাজ্ঞানী পরাজিত হয়েছেন।
তো, একজন জ্ঞানী বুদ্ধিমান হলেও, বুদ্ধির প্রয়োগের অপকৌশলটিকে সমর্থন করবেন না, কিন্তু, একজন বুদ্ধিমান, বুদ্ধির অপপ্রয়োগে, দ্বিতীয়বার চিন্তা না ও করতে পারেন।
একজন জ্ঞানী নিশ্চয়ই বুদ্ধিমান হবেন, কিন্তু, একজন বুদ্ধিমান, জ্ঞানী না ও হতে পারেন।