জ্বীন জাতিরা কি মানুষের মত সন্তান জন্ম দিতে পারে ?
জ্বীন জাতিরা কি মানুষের মত সন্তান জন্ম দিতে পারে ?
Add Comment
হ্যাঁ অব্যশই জিন জাতিরা মানুষের মত সন্তান জন্ম দিতে পারে, কারন আল্লাহ্ রাব্বুল আলামীন মানুষ সৃষ্টির পূর্বে জ্বীন জাতিকে সৃষ্টি করেছেন যেখানে তারা প্রায় মানুষের মত কার্যলাপ করেছেন যেমন বিয়ে করা সন্তান জন্ম দেয়া। তাছাড়া আরেকটি প্রমান দিয়ে নিশ্চিত করা যায় যে জ্বীনেরা মানুষের মত সন্তান জন্ম দিতে পারে জ্বীনরা যদি মানুষের সাথে যৌনমিলন করে তার ফলে সন্তান হয় এটি ইসলামের ভাষায় খুন্নাস বলে, জ্বীনদের যৌনমিলনে মানুষের পেটে বাচ্চা হতে পারে তবে তারা ও বংশবৃদ্ধি করার জন্য মানুষের মত সন্তান জন্ম দিতে পারে।