টাইম মেশিন আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা কতটুকু?
টাইম মেশিন আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা কতটুকু?
Add Comment
টাইম মেশিন বানানোর দাবি করেছেন এক ইরানি বিজ্ঞানী। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, সময় পরিভ্রমণের যন্ত্র, ‘দি আরইয়ায়েক টাইম-ট্রাভেলিং মেশিন’ বানানোর দাবি করেছেন ইরানের সেন্টার ফর স্ট্র্যাটিজিক ইনভেনশনস-এর ব্যবস্থাপনা পরিচালক আলী রাজেঘি। রাজেঘির দাবি অনুযায়ী, টাইম মেশিনটি দিয়ে দেখা যাবে কি ঘটছে পাঁচ থেকে আট বছর পরে! তবে রাজেঘির দাবিকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দেয়া হয়েছে ইরান সরকারের পক্ষ থেকে।
রাজেঘি আরও বলেন, আমার আবিষ্কারটি সহজেই একটি সাধারণ পিসির কেসিংয়ে এটে যায়। মেশিনটি তার ব্যবহারকারীকে জানিয়ে দিতে পারে, পাঁচ থেকে আট বছর পরে কি ঘটবে। আমার আবিষ্কারটি আপনাকে ভবিষ্যতে নিয়ে যাবে না, বরং ভবিষ্যতকেই নিয়ে আসবে আপনার কাছে।