টাকা থাকলেই কি সুখ আসে?
টাকা থাকলে সুখ আসবে সেরকম কোন গ্যারান্টি নাই , কিন্তু টাকা থাকলে সুখের আসার পথটা একটু সুগম হয়।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস থাকলে কেউ মেডিকেলে চান্স পাবে তার কোনো গ্যারান্টি নাই — তবে ওসব প্রবেশিকা পরীক্ষায় যেহেতু আগের ফলাফল ধর্তব্যে নেয়া হয় — সেখানে মার্কস ভালো থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা অধিক বেড়ে যায়।
টাকাও ঠিক সেরকম জীবনের ক্ষেত্রে।