টাচস্ক্রিন পাসওয়ার্ড কি?
অনেকেই হয়তো জেনে গেছেন যে উইন্ডোজ ৮ তৈরি করা হচ্ছে একই সঙ্গে কম্পিউটার এবং ট্যাবলেট ডিভাইসসমূহে ব্যবহারোপযোগী করে। আর তাই এতে টাচস্ক্রিন সুবিধায় বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। বিশেষ করে টাচস্ক্রিন কম্পিউটারে পাসওয়ার্ডও দিতে পারবেন টাচস্ক্রিনের মাধ্যমেই। না, টাচস্ক্রিনে ভেসে ওঠা কিবোর্ডে পাসওয়ার্ড টাইপ করে নয়, বরং, ছবির মাধ্যমে। উদাহরণস্বরূপ উইন্ডোজ ৮ বিল্ড কনফারেন্সে উপরের ছবি-পাসওয়ার্ডটি দেয়া হয়। এটি আনলক করার জন্য ব্যবহারকারী মেয়েটির নাকে একবার ট্যাপ করেন (টাচস্ক্রিনে আলতো ছোঁয়াকে ট্যাপ বলা হয়), তারপর লেমোনেডের গ্লাসে একবার ট্যাপ করেন এবং সবশেষে পিয়ারের কোণ থেকে লেমোনেডের গ্লাস পর্যন্ত একটি সরল রেখা বা লাইন আঁকেন। ব্যস, স্ক্রিনটি আনলক হয়ে যায়। এর মাধ্যমে কেউ আন্দাজই করতে পারবে না আপনি কী পাসওয়ার্ড দিয়ে রেখেছেন আপনার স্ক্রিনে।