ট্রোজান কি ?
স্ব নির্ভর যেসব ক্ষতিকারক প্রোগ্রাম বাইরের কোন সাহায্য ছাড়া যেমন অন্যান্য প্রোগ্রাম এবং মানুষের হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় ভাবে অন্য কম্পিউটার বা সিস্টেম কে আক্রান্ত করার চেষ্টা করে না তাদের কে ট্রোজান বা ট্রোজান হর্স বলে ।
সহজ ভাষা তে একটি বাস্তব ও বিশ্বাসযোগ্য [ trusted ] প্রোগ্রাম এর ভেতর লুকিয়ে থাকা অনাকাঙ্ক্ষিত ও ক্ষতিকারক প্রোগ্রাম ট্রোজান । যেহেতু এটা অনাকাঙ্ক্ষিত , তাই এর গতিবিধি , কার্যপ্রণালী , কার্যপদ্ধতি , ব্যাপ্তি সবকিছুই ইউজার এর নিকট অজানা থেকে যায় । কথা প্রসঙ্গে বলে রাখি অপারেটিং সিস্টেম এর registry অন্তর্ভুক্ত না থাকা সব প্রোগ্রাম ই অনাকাঙ্ক্ষিত বলে সিস্টেম এর কাছে গণ্য হবে ।