ঠগ কাকে বলে?
ধারা ৩১০ ঠগ কাকে বলে (Who is thug) ?
যদি কোন লোক খুনের মাধ্যমে বা খুন সহ দস্যুতা করে বা শিশু অপহরণের জন্য এক বা একাধিক লোকের সাথে অভ্যাসগত ভাবে জড়িত থাকে, তবে সে একজন ঠগ।
ধারা ৩১১ ঠগের সাজাঃ
যদি কোন লোক ঠগ হয়, তবে সেই লোক যাবজ্জীবন কারা দণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।