ঠান্ডার ওষুধ খেলে ঘুম পায় কেন?
ঠান্ডার ওষুধে থাকা রাসায়নিক পদার্থ মস্তিষ্কে রক্ত সঞ্চালন গতি কমিয়ে দিয়ে নিদ্রালু অনুভূতি গড়ে তোলে। বেশিরভাগ কাশির ওষুধ dextromethorphan hydrobromide নামে এক রকম রাসায়নিক পদার্থ ধারণ করে আর এই পদার্থের সাথে মরফিন এর সম্পর্ক আছে যা সেবনকারীকে ক্লান্ত করে তোলে বলেই ঘুম পায়।
মূলত ঠান্ডার ওষুধে ক্লোফেনাক নামক উপাদানটি আছে বলেই ঘুম পায়।