ডাঃ জাকির নায়েক ইহুদী খিস্টান্দের ধর্ম থেকে উদ্ধৃতি দেয় তার মানে তিনি ইহুদী খিস্টান ধর্ম প্রচার করছেন আর তার হাশর ইহুদী খিস্টান্দের সাথেই হবে ?
ডাঃ জাকির নায়েক ইহুদী খিস্টান্দের ধর্ম থেকে উদ্ধৃতি দেয় তার মানে তিনি ইহুদী খিস্টান ধর্ম প্রচার করছেন আর তার হাশর ইহুদী খিস্টান্দের সাথেই হবে ?
তিনি ইহুদী খিস্টান্দের ধর্ম থেকে উদ্ধৃতি দেন তবে তিনি ইহুদি খিস্টান ধর্ম প্রচার করেন না।
এটি ইহুদী খিস্টান্দের দাওয়া দেওয়ার কৌশল।
এই কৌশল আল্লহই শিখিয়ে দিয়েছেন। আল্লহ জানেন যে তারা তাদের ধর্মকে বিকৃতি করেছে ও তাদের কিতাবের সত্যতা গোপণ করেছে।
আল্লাহ পবিত্র কুরআনে বলেন
“তুমি বল, হে কিতাবীগণ,
এসো সেই কথায় যা তোমাদের
এবং আমাদের মধ্যে এক; যেন আমরা
আল্লাহ ব্যতীত কারও ইবাদত না
করি। কোনো কিছুকেই তাঁর শরীক
না করি। এবং আমাদের কেউ
কাউকে আল্লাহ ব্যতীত উপাস্য
হিসেবে গ্রহণ না করি। যদি
তাঁরা মূখ ফিরিয়ে নেয় তবে বল,
তোমরা স্বাক্ষী থাক; অবশ্যই
আমরা মুসলিম।”3:64 [১০]
আর ডাঃ জাকির নায়েক তাদের কিতাবের সেই কথা গুলোকেই বলেন যেই কথা কুরআনের সাথে মিলে যায়।
আল্লাহর শিক্ষিয়ে দেওয়া এই পদ্ধতিতে তিনি হাজার হাজার অমুসলিম কে ইসলামের দাওয়া দিয়েছেন।
আর তারাও শ্রদ্ধা ভরে ইসলাম গ্রহন করেছেন ও মুসলিম হয়েছেন ও এখনো অনেকেই হচ্ছেন।
তারাও এখন শাহাদা দিচ্ছে …