সাধারণত বড় ধরনের ইন্টারনেটওয়ার্কে ডাইনামিক আইপি রাউটিং বাস্তবায়ন করা সুবিধাজনক । ডাইনামিক রাউটিং টেবিল আপনাআপনি তৈরি হয় বলে নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটরকে বেশি পরিশ্রম করার দরকার পড়ে না। যেমন নেটওয়ার্কে ঘন ঘন পরিবর্তন হয় সেখানে এটি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। আবার ডাইনামিক রাউটিং এ রাউটার সূমহ একটি আরেকটির রাউটিং টেবিল শেয়ার করে। তাকেই ডাইনামিক আইপি রাউটিং বলে।