ডিমেনশিয়া রোগ কি?
এটি মূলত মস্তিষ্কের রোগ।এ রোগ মস্তিষ্কের ভিন্ন ভিন্ন অংশকে প্রভাবিত করে থাকে, তাই এগুলো রোগীদেরকে ভিন্ন ভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। ডিমেনশিয়া হলো মস্তিস্কের এমন একটি বিকৃত অবস্থা যখন আক্রান্ত ব্যক্তির কিছুই মনে রাখতে পারে না, চিন্তাশক্তি লোপ পায় ইত্যাদি এবং ধীরে ধীরে এ সমস্যা বাড়তেই থাকে।মস্তিষ্কের কোষ সংখ্যা (নিউরন) বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট হারে কমতে থাকে। বয়সের সঙ্গে শারীরিক রোগব্যাধি মস্তিষ্কের ক্ষতি করে যদি স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়, একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ডিমেনশিয়া’ বলা হয়।এই রোগ কম-বেশি সব বয়সের মানুষেরই হতে পারে। যদিও ৬০ বছরের বেশি বয়সীদের এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি।সচারাচর বার্ধক্যজনিত ডিমেনশিয়া বেশি দেখা দেয়,তবে কম বয়সীরাও এতে আক্রান্ত হতে পারে।