ডুফলো ব্যাকলিংক কি?
ডুফলো ব্যাকলিংক হচ্ছে একটি সাধারন এইচটিএমএল লিংক। যার মাধ্যমে লিংকটি সরাসরি আপনার ওয়েবসাইট রেফার করবে এবং ব্লগ বা পোস্ট এই লিংকটিকে সমর্থন দেবে ।ডুফলো ব্যাকলিংক হচ্ছে সবচেয়ে শক্তিশালী লিংক ।আপনি কি ধরনের ব্লগের কাছ থেকে ডুফলো ব্যাকলিংক পাচ্ছেন তার উপরে নির্ভর করে আপনি কি ধরনের রেঙ্ক পাবেন ।