তামাক নেয়া হারাম এটা পবিত্র কোরঅান শরীফ’এর কোথায় উল্লেখ অাছে ?
তামাক নেয়া হারাম এটা পবিত্র কোরঅান শরীফ’এর কোথায় উল্লেখ অাছে ?
তামাক হারাম এটা কুরআনে ঊল্লেখ নেই তবে প্রত্যেক নেশা হারাম বা বর্জনীয়ঃ -আল্লামা সাইয়্যিদ আহমদ শিহাবুদ্দীন
মহান আল্লাহ রব্বুল আলামীন মদ হারাম ঘোষনা করেছেন। হাবীবুল্লাহ রসূলুল্লাহ নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ
করেছেন, “প্রত্যেক মুসকির বা নেশা হারাম।” (বুখারী শরীফ, ফতহুল বারী, মিরকাত) যা মানুষের জ্ঞানকে বিকৃত ও লোপ করে দেয়
এবং মাতালভাব আনে তাকে খমর (মদ), মুসকির (নেশা) বলা হয়। তা আঙ্গুর দিয়ে, ভাত পঁচিয়ে, তামাক দিয়ে, গাঁজা দিয়ে
অথবা এ জাতীয় যে কোন পদ্ধতিতেই তৈরি করা হোক না কেন, এতে হুকুমের কোনই তারতম্য নেই। সর্বপ্রকার নেশাই হারাম। মদ, বিড়ি, সিগারেট,
হুক্কা, তামাক, গুল, ক্ষৈনি, আলোয়া, আফিম, গাঁজা, ভাং, হিরোইন, হাশিশ, ইয়াবা ইত্যাদি এ জাতীয় সর্বপ্রকার নেশাই খাওয়া, পান করা ও ব্যবহার করা শক্ত হারাম।