তারা ও নক্ষত্র কি এক ধরনের ?

    তারা ও নক্ষত্র সম্পর্কে জানতে চাই?

    Train Asked on February 13, 2019 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      তারা ও নক্ষত্র

      তারা আর নক্ষত্র বলতে আমরা একই জিনিস বুঝে থাকি । তবে বিজ্ঞানীর ভাষায় এদের মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত করা যায় । তাদের মতে, তারারা একা একা আকাশে থাকে না , কয়েকটি তারা দল বেঁধ থাকে। অনেক সময় আকাশের দিকে লক্ষ করলে দেখা যায় ।  দলের মধ্যে যে যেখান অবস্থান করে সে সব সময় সেখানেই অবস্থান করে থাকে । এই যে দল বেঁধে থাকে তাকেই বলে, নক্ষত্র বা তারা ।

      তারার দলের নাম থাকে, যেমন সপ্তার্ষি মন্ডল । নক্ষত্র এর ক্ষেত্রে থাকে, ধ্রুবতারা একটা তারার নাম । যে দলের তারার নাম ইওরোপীয়েরা দিয়েছেন লঘু সপ্তর্ষি (little Bear) নক্ষত্র । এদের সব কয়টা মিলে একই চেহারা বজায় রাখে । তবে এরা সবাই মিলে ছুটে চলে । এমন কিছু কিছু নক্ষত্র আছে যারা সেকেন্ডে ১০০০ মাইল গতিতে চলে ।  এত দ্রুত ছোটে চলার ব্যপারটা আমাদের চোখে পড়ে না ,কারণ তারা গুলো আমাদের থেকে এতটাই দূরে অবস্থান করে ।

      Professor Answered on February 13, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.