তুমি কেন প্রতিশোধ নিতে চাও?
তুমি কেন প্রতিশোধ নিতে চাও?
আগে আমি প্রতিশোধ নিতে চাইতাম, কারণ তখন আমি-
-বই পড়তাম না।
-অন্যদের খাটো করে দেখার প্রবণতা ছিল।
-নিজেকে শ্রেষ্ঠ মনে করতাম।
-নিজের মতামত শ্রেষ্ঠ ও সঠিক বলে চিৎকার করতাম।
-নিজেকে সর্বক্ষেত্রে জ্ঞানী আর মহান বলে জাহির করতাম।
-যে কোনো মিটিং রুমের সবচেয়ে স্মার্টলোক হিসেবে থাকার ভান করতাম।
-অনেক সময় নষ্ট করে প্রতিশোধের পরিকল্পনা করতাম।
ফুল আর সূর্যের মাঝখানে প্রতিশোধ বলে কিছু কি দেখছেন?
এখন আমি প্রতিশোধ নিতে চাই না, কারণ এখন আমি-
-বই পড়ে সময় পাই না।
-অন্যদের জুতোয় দাঁড়িয়ে তাদের মতো করে দুনিয়া দেখার চেষ্টা করি।
-অনেক শ্রেষ্ঠ মানুষ গোরস্থানে শুয়ে আছে, আমি কে ভাই?
-নানান মতামতের কারণে যে পৃথিবী অনন্য সেটা বুঝতে শিখেছি।
-চুপ থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়, ভাবা যায়।
-চারপাশে সব ইতিবাচক মানুষদের খুঁজে নিই, যারা আমার দিনকে নতুন করে রাঙাবে।
-নিজেকে জানতে ও চিনতে এত সময় সমস্যায় পড়েছি যে, প্রতিশোধের সময় নেই।
একদিন মার্কিন প্রেসিডেন্টকে বিচার দিব, তিনি ভালো লোক। আমাদের মতো সাধারণ মানুষকে ভালোবাসেন। তিনি সবার হয়ে প্রতিশোধ নিয়ে নিবেন। কিংবা মাসুদ রানা গোয়েন্দা বইয়ের মতো কোন পাগল বিজ্ঞানী এসে সবাইকে সোজা করে ফেলবেন, সব প্রতিশোধ একাই নিয়ে নিবেন।