তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক কাকে বলে?

তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক কাকে বলে?

Add Comment
1 Answer(s)

    থ্রী-জি হচ্ছে তৃতীয় প্রজন্মের তারবিহীন নেটওয়ার্ক। খুব উচ্চ হার সম্পন্ন তথ্য সেবা প্রদানের কথা মাথায় রেখে এর পরিকল্পনা করা হয়েছে। এর দুটি বড় গুন হলো, মোবাইল ফোনে আমরা যে ভয়েসের শেয়ার করতে পারি, থ্রী জি’তে চাইলে ভয়েসের সাথে দুইজন বা অধিক জনে দূরে ভিন্ন ভিন্ন লোকেশনে থেকেও ভয়েসের সাথে সাথে লাইভ ভিডিও স্ট্রিমিং শেয়ার করতে পারবে অর্থাৎ সর্বত্র বিরাজমানের ক্ষমতা লাভ করবে। দ্বিতীয় গুনটি হলো এর ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকটিভিটি।

    উন্নয়নের জন্য non-backwards সঙ্গতিপূর্ণ প্রেরণ প্রযুক্তির মৌলিক প্রকৃতিতে এটি পরিবর্তনের নতুন কম্পাংক ব্যান্ড। প্রথম ১৯৮১ সালের এ্যানালগ (১জি) থেকে ডিজিটাল (২জি) এ রৃপান্তর এবং এটি আরও উন্নতি করে ২.৫জি/(জিপিআরএস-GPRS) বা ২.৭৫জি/(এজ-EDGE) নেটওয়ার্ক এর পর একে থ্রীজিতে আপগ্রেড করা হয়।

    ৩জি নেটওয়ার্ক আরও আপগ্রেড করে আরও বেশি ক্ষমতা সম্পন্ন ৩.৫-জি বা ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম – UMTS, হাই স্পীড ডাউনলিংক প্যাকেট এ্যাক্সেস’ HSDPA তে আপগ্রেড করেছে।বহু দেশ এরই মধ্যে ফোর-জি(4G) আল্টা-ব্রড ব্রান্ড (গিগা-বিট গতি) ইন্টারনেট আই.পি. ফোন, পরিষেবা নেটওয়ার্ক স্থাপন করে ফেলছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৫-জি পরীক্ষা করার পরিকল্পনা চলছে। ধন্যবাদ

    Professor Answered on April 25, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.