তৈলাক্ত ত্বকে কী ধরনের ফেস ওয়াস ব্যবহার করবো?
তৈলাক্ত ত্বকে কী ধরনের ফেস ওয়াস ব্যবহার করবো?
Add Comment
তৈলাক্ত ত্বকের জন্য এমন ধরনের ফেসওয়াস ব্যবহার করা উচিত যা আপনার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করবে। বাজারে অনেক ব্র্যান্ডই আছে যারা মানুষের ত্বকের ৩ ধরনের (শুষ্ক, মিশ্র, তৈলাক্ত) উপর ভিত্তি করে ফেসওয়াস তৈরি করে থাকে। এখন দেখার বিষয় যে আপনার ত্বকে কোন ধরনের ফেসওয়াস স্যুট করে। তবে একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এমন ফেসওয়াস ব্যবহার করবেন। আর মুখের ত্বকে কখনই সাবান ব্যবহার করবেন না। কেননা সাবানে থাকা অতিরিক্ত ক্ষার ত্বকের অনেক ক্ষতি করে। তাই ত্বকের পরিচর্যায় সাবান এড়িয়ে চলাই উচিত। আর আপনার ত্বক যেহেতু অনেক বেশি তৈলাক্ত তাই ক্রিম ব্যবহার না করাই উচিত। এর পরিবর্তে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই কিছূ পরিচর্যা করতে পারেন।