দশমিক সংখ্যা কাকে বলে?
দশমিক সংখ্যা কাকে বলে? জানতে চাই
Add Comment
দশমিক সংখ্যা বা দশমিক নাম্বার বলা হয় সেই নাম্বার বা সংখ্যা কে যার ভেতরে দশমিক থাকে । যেমন ধরুন ১২.২৫ , .৫ কিংবা ১.২ সবগুলোই দশমিক সংখ্যা । দেখুন প্রথম সংখ্যাটি ক্ষেত্রে ১২ এর পর একটি দশমিক আছে, তাই , ১২.২৫ একটি দশমিক সংখ্যা ।
দশমিক সংখ্যা গুলোকে দুটি সংখ্যার ভাগফল আকারেও প্রকাশ করা যায় , যেমন ধরুন ১.৫ কে আমরা লিখতে পারি ৩/২ আকারে, ঠিক একই ভাবে .৫ কে লিখতে পারি ১/২ আকারে ।