দস্যুতা কাকে বলে?
সকল দস্যুতায় হয় চুরি, না হয় বলপূর্বক সম্পত্তি আদায়ের অপরাধ সংঘটিত হয়।
যেক্ষেত্রে চুরি দস্যুতা বলে গণ্য হয়ঃ
যদি চুরি করার উদ্দেশ্যে বা চুরি করতে গিয়ে, বা চুরিতে প্রাপ্ত সম্পত্তি বহন বা বহনের উদ্যোগকালে, অপরাধকারী ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তির মৃত্যু, আঘাত, বা তাকে অবৈধভাবে আটক করে বা করার উদ্যোগ করে, কিংবা তাকে আশু মৃত্যু বা আশু আঘাত বা তাৎক্ষণিক অবৈধ আটকের ভীতি প্রদর্শন করে বা করার উদ্যোগ করে, তা হলে উক্ত চুরি কে দস্যুতা বলে।
যেক্ষেত্রে বলপুর্বক সম্পত্তি আদায় দস্যুতা বলে গণ্য হয়ঃ
বলপুর্বক সম্পত্তি আদায়ের সময় অপরাধী কোন লোক কে ভয় দেখিয়ে, সেই লোক বা অপর কোন লোকের আশু মৃত্যু বা আঘাতের বা অন্যায় ভাবে আটকের ভয় দেখিয়ে বলপুর্বক সম্পতি আদায় করলে বা সম্পত্তি প্রদান করতে বাধ্য করলে, বলপুর্বক সম্পত্তি আদায় দস্যুতা বলে গণ্য হবে।
ধারা ৩৯২ দস্যুতার শাস্তি
যে ব্যক্তি দস্যুতা করে, সেই ব্যক্তি – দশ বছর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম কারাদন্ডে দন্ডিত হবে, তদুপরি অর্থদন্ডেও দন্ডিত হবে,এবং যদি রাজপথে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতা সংঘটিত হয়ে থাকে, তাহলে উক্ত কারাদন্ড চৌদ্দ বছর পর্যন্ত সম্প্রসারিত হতে পারে।