দাঁত কাটাতে এবং নিচু করতে কত টাকা লাগবে?
দাঁত কাটাতে এবং নিচু করতে কত টাকা লাগবে?
Add Comment
দাঁত জেনেটিক্যালি লম্বা হতে পারে, jaw size এর চেয়ে দাঁত বড় হলেও এমনটা হতে পারে। হ্যাঁ, অনেক সময় দাঁত একটু কেটে লেবেল করে দেয়া যায়। কিন্তু পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে। এনামেল কেটে ফেললে ভিতরের ডেন্টিন লেয়ার বের হয়ে যায় ফলে sensitivity হয়। এর জন্য আপনি সরাসরি কোনো ডেন্টাল হসপিটালে গিয়ে এর খরচ সম্পর্কে জানতে পারেন।
ডাঃ মোহসিনা খান মুনমুন
বি. ডি. এস (ঢা.বি.),
পি. জি. টি (ওরাল এন্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারী),
এম. পি. এইচ (এপিডেমিওলজী)।