দাঁত ধবধবে সাদা করবো কীভাবে?
দাঁত ধবধবে সাদা করবো কীভাবে?
Add Comment
মানুষের দাঁত কিন্তু প্রাকৃতিকভাবে সাদা নয়। ধবধবে তো নয়ই। বরং একটু হলদেটে। হয়তোবা আপনার দাঁতও এইরকম। আপনি ধবধবে সাদা দাঁত করাতে চাইলে bleaching করাতে পারেন। professional hand এ করাটাই ভালো। তবে এর পার্শপ্রতিক্রিয়া হতে পারে। colour কিছুদিন পর আবার আগের মতন হয়ে যেতে পারে। আর জন্মগতভাবেই যদি দাঁত এর রং গাঢ় হয়ে থাকে সেক্ষেত্রে ফলাফল ভালো নাও হতে পারে। আপনি ভালো একজন দন্তচিকিৎসকের পরামশর্ নিন।