|
দাঁত বেশি উজ্জ্বল ও সাদা করার উপায় কি ?
দাঁত বেশি উজ্জ্বল ও সাদা করার উপায় কি ?
Add Comment
মানুষকে কখন সবচেয়ে সুন্দর দেখায় বলুন তো? মানুষ যখন হাসে তখন তাকে সবচেয়ে সুন্দর দেখায়। আর ঝকঝকে সাদা দাঁত হাসির আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেয়। ভাবছেন ঝকঝকে মুক্তার মত সাদা দাঁত পেতে তো অনেক খরচ করতে হয় ডাক্তারের কাছে গিয়ে, তাই না? মানুষ যখন অতিরিক্ত চা কফি খায়, ধূমপান করে কিংবা ঠিক মত দাঁত পরিষ্কার করে না তখন দাঁত লালচে বা হলদেটে হয়ে যায়। খুব সহজেই কয়েকটি ঘরোয়া উপায়েই আপনার দাঁতগুলোকে ঝকঝকে সাদা করতে পারবেন। আসুন জেনে নেয়া যাক পদ্ধতিগুলো।
তুলসী পাতা ও কমলার শুকনো খোসা গুড়া
৬/৭টা তুলসী পাতা ছেঁচে নিন।
২ চা চামচ কমলার শুকনো খোসা গুড়ো করে নিন।
ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন।
মিশ্রণটি দাঁতে লাগিয়ে নিন এবং ১৫ মিনিট অপেক্ষা করুন।
পানি দিয়ে ভালো করে কুলি করে নিন।
বেকিং সোডা
বেকিং সোডা ও পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন।
মিশ্রণটি আঙ্গুল দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নিন দাঁতে।
৩ মিনিট অপেক্ষা করে কুলি করে ফেলুন।
স্ট্রবেরী
কয়েকটি স্ট্রবেরী ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন কিংবা বেটে নিন।
এবার স্ট্রবেরীর পেস্টটি দাঁতে লাগিয়ে রাখুন ৫ মিনিট।
পানি দিয়ে কুলি করে নিন।
লেবুর রস
একটি লেবু থেকে কিছু রস চিপে নিন।
এবার লেবুর রস দাঁতে লাগিয়ে রাখুন ৩ মিনিট।
কিছুক্ষন পর দাঁত মেজে কুলি করে ফেলুন।
কলার খোসা
কলা খোসার ভেতরের সাদা অংশটি দিয়ে ২ মিনিট দাঁত ঘষুন।
১৫ মিনিট পর দাঁত মেজে নিন।
সপ্তাহে তিন বার এই পদ্ধতি অনুসরণ করুন।
এছাড়া দেখুন :
ঘরে বসে ঝকঝকে সাদা দাঁত পাবার ৪টি কার্যকর টিপস : আমাদের হাসিতেই যেন চেহারার সব সৌন্দর্য। আর হাসিটা দেয়ার পর যদি দেখেন দাঁতগুলোই সুন্দর না, তখন কেমন লাগবে বলুন তো? সুন্দর ধবধবে সাদা দাঁত সবাই চান। তাই অনেকগুলো টাকা খরচ করে ডেন্টিস্ট-এর কাছে যান দাঁত সাদা করতে। ভালো হবে না, যদি ঘরোয়া উপায়েই দাঁত ঝকঝকে সাদা করতে পারেন? অর্থ তো বাঁচবেই, আপনিও পাবেন সুন্দর ত্বক। আসুন, জেনে নিই ৪টি টিপস। বিস্তারিত : https://www.priyo.com/2014/10/29/115583.html
হলদেটে দাঁত সাদা করবে যে ৪টি খাবার : হলদেটে দাঁত কারই বা ভালো লাগে? ঝকঝকে সুন্দর হাসি সকলেই পেতে চায়। আর তার জন্য চাই ঝকঝকে সাদা দাঁত। কিন্তু দূষণ, আয়রন, ধূমপান, দাঁতের সঠিক যত্নের অভাব ইত্যাদির কারণে দাঁত তার ঝকঝকে সাদা রং হারাতে থাকে আর হয়ে পড়ে হলদেটে। অনেক সময় দাঁতে পড়ে ছোপ ছোপ দাগ। দাঁত সাদা করতে বা দাঁতের দাগ তুলতে অনেকেই শরণাপন্ন হন ডাক্তারের। কিন্তু তা বেশ খরচসাপেক্ষ ব্যাপার। অথচ আপনার ঘরেই থাকে এমন কিছু উপাদান, যা আপনার দাঁত সাদা রাখতে সাহায্য করবে। জেনে নিন দাঁত সাদা রাখতে সাহায্য করে এমন কিছু খাবার সম্পর্কে।