দানাদার ইউরিয়াকে গুটি ইউরিয়ায় রূপান্তর করা হয় কেন?
দানাদার ইউরিয়াকে গুটি ইউরিয়ায় রূপান্তর করা হয় কেন?
Add Comment
দানাদার ইউরিয়াকে গুটি ইউরিয়ায় রূপান্তর করার কারণ এতে ইউরিয়ার সাশ্রয় হয়।দানাদার ইউরিয়া দ্রুত গলে গাছের শিকড় অঞ্চলের বাইরে মাটির নিচে চলে যায়।এতে সারের অপচয় হয়।অপরদিকে গুটি ইউরিয়া ব্যবহার করে ২০-৩০ ভাগ নাইট্রোজেন সাশ্রয় করা যায়।ফলে সারের অপচয় রোধ হয়।