দুশ্চিন্তা থেকে কিভাবে মুক্তি পাবো?
০১) হস্তমৈথুন থেকে সবসময় দূরে থাকবে। এটা ধীরে ধীরে আপনাকে ধ্বংসের দিকে যাবে।
০২) পর্ণ দেখা থেকে বিরত থাকবে। পর্ণ আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে।
০৩) পড়াশোনার বাইরে আইটি রিলেটেড স্কিল ডেভেলপ করেন। মাইক্রোসফট অফিস,ইন্টারনেট ও কম্পিউটারের ব্যাসিক শিখে নাও।তার পাশাপাশি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখাকে আমি বেশি রেকমেন্ড করব।
০৪) টাকা সঞ্চয় করতে হবে। এই বয়সে ফালতু টাকা ব্যয় করার সম্ভাবনা থাকে। আর আপনি এই কাজ থেকে থেকে বিরত থাকবেন।
০৫) মায়া-মমতা ত্যাগ করা শেখা লাগবে। জীবনে ত্যাগ না করলে সুখী হওয়া যায় না।
০৬) অলস বসে থাকবেন না। যে-কোন কাজ করুন।
০৭) কোনো কাজকে ছোট মনে করবে না। সামনে যে কাজ দেখো সাথে সাথে নেমে পড়ো।
০৮) বই পড়ার অভ্যাস না থাকলে গড়তে পারো। বই আপনার একমাত্র প্রকৃত বন্ধু।
০৯) অভিনয় শিল্পীদের সাথে নিজের রিয়েল লাইফের তুলনা করার ট্রাই করবে না। মনে রাখবেন যারা অভিনয় করে তারা কেউ সুখী নেই।
১০) সময়কে ভালোভাবে কাজে লাগান।
১১) মান-সম্মানের দিকে খেয়াল রাখবেন। সময় আর সম্মান একবার হারালে আর ফিরে পাওয়া যায় না।
১২) এই বয়সে প্রেমে পড়া স্বাভাবিক। তবে পড়াশোনাকে আগে রাখবে।
১৩) ছোট-বড় সবাইকে সম্মান দিন।
১৪) কারো ভক্ত হবেন কিন্তু অন্ধভক্ত হবেন না।
১৫) সামনে কঠিন সময় আসবে রেডি থাকুন।
১৬)রাগ করার পরিবর্তে ধৈর্য ধরুন।
১৭) বাবা-মায়ের সাথে ভালো ব্যবহার করবেন।
১৮) দরিত্র মানুষের সাহায্য করতে পারেন।
১৯) আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করার ট্রাই করবেন।
২০) কারো কষ্ট বা উপকারের কৃতজ্ঞতা দিতে কখনো ভুলবেন না কিন্তু।