দুষ্কর্মে সহায়তাকারী বা প্ররোচনা দাতা কি?
দুষ্কর্মে সহায়তাকারী বা প্ররোচনা দাতা কি?
Add Comment
কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে অপরাধ করতে বা কোনো দুষ্কর্ম করতে সহায়তা করে বা প্ররোচনা দেয় অথবা এমন একটি কাজে সহায়তা করে যে কাজে সাহায্যকারী ব্যক্তির ন্যায় একই উদ্দেশ্য বা অবগতি সহকারে অপরাধ সংঘটনের জন্য আইনত যোগ্য বলে বিবেচিত কোন ব্যক্তি কর্তৃক সম্পাদিত হলে অপরাধ বলে গণ্য হত, তাহলে অপরাধটি যে ব্যক্তি করেছে সেই লোকটির সমান অপরাধ, সহায়তাকারী বা প্ররোচনাদানকারী করেছে বলে বিবেচিত হবে।