দূরত্ব প্রেম নিয়ে কিছু বলবেন কি?
দূরত্ব প্রেম নিয়ে কিছু বলবেন কি?
Add Comment
- সহজ নয়। প্রচুর খারাপ দিন আসবে, ঝগড়া ও ভুলবোঝাবুঝি হবে। আসবেই, লিখে নিন
- যে দুইজন ব্যক্তি প্রেম করছেন তাদের খুব ভাল বোঝাপড়া থাকতে হবে, পরিপক্কতা থাকতে হবে এবং মানসিক দৃঢ়তা থাকতে হবে যে “যাই হোক, এটা ভাঙতে দেব না”। দুজনের একরকম অঙ্গীকার থাকাটা বাধ্যতামূলক।
- বেশি গোমড়ামুখো হতে নেই,জীবন নিজগতিতেই চলবে। আপিস, কলেজ, গবেষণা যাই করুন সেটা তার মত চলবে, এটাকে তারই পাশে জায়গা করে দিতে হবে।হাসবেন, খাবেন, বেড়াবেন, ভালোওবাসবেন, আর পাশের লোকের সঙ্গে তুলনায় যাবেন না। সহকর্মী বিয়ে করবে, আরেক বন্ধুর ছানা হবে, ফেসবুক ময় বন্ধুদের মোচ্ছব চলছে.. মনে হয় যেন আমার থেকে সব্বাই সুখে আছে! ব্যাপারটা তা নয়। যার যার সফর তার তার কাছে নিজনিজরূপে কঠিন।
আপনি নিজের সামনের লক্ষ্যে এগোন, প্রেমিকাকে পাশে নিয়ে। ফালতু ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না।
ইয়ে উপরোক্ত জ্ঞানটা ব্যক্তিগত অভিজ্ঞতা হইতে গৃহীত। জল মিশাই নি, অন দ্য রকস্ দিয়ে দিলাম।
আমি ও আমার স্ত্রী ঝাড়া দুই বছর তিন মহাদেশের দূরত্ব সত্বেও হাল ছাড়িনি, সত্যি কথা বলতে কি হাল ছাড়ার কথা ভাবিওনি। বিয়ের পরেও কাজের জন্যে আলাদা থাকতে হয়েছে বেশ কদিন।