দৃষ্টি ভঙ্গি কী?
আপনাকে একটি গ্লাসে অর্ধেক পানি দিয়ে জিজ্ঞেস করা হলো, গ্লাসটির অর্ধেক খালি নাকি অর্ধেক পরিপূর্ণ? কী উত্তর দিবেন আপনি? গ্লাসটি কি অর্ধেক পানিপূর্ণ নাকি অর্ধেক খালি?
ছোটবেলায় প্রথম শ্রেণিতে পড়ার সময় শিক্ষক যখন আমাদের এই প্রশ্নটি করেছিলেন তখন শ্রেণিকক্ষে উপস্থিত বেশিরভাগ শিক্ষার্থীর উত্তর ছিল অর্ধেক পানিতে ভর্তি, কিছু সংখ্যক উত্তর দিয়েছিল অর্ধেক খালি। আমার উত্তর ছিল, অর্ধেক খালি এবং অর্ধেক পানিতে ভর্তি। অবশ্য আমার উত্তর শোনার পর ক্লাসের সবাই একমত হয়েছিল। এমন প্রশ্ন প্রথম শোনার পর আপনার প্রতিক্রিয়া কিরকম ছিল? (মন্তব্যের ঘরে জানাবেন)
দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি কোনো বিষয়কে কিভাবে দেখেন এবং সেটা নিয়ে কী চিন্তা করেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি একটি বড় মানব গুণ। এজন্য জ্ঞানীরা বলে থাকেন দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে।
দৃষ্টিভঙ্গি দুই ধরনের-
- প্রো-এক্টিভ
- রি-এক্টিভ
প্রো-এক্টিভ দৃষ্টিভঙ্গিঃ
- প্রো-এক্টিভ অর্থ হচ্ছে যেকোনো পরিস্থিতিতে উত্তেজিত বা আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ।
- অন্যের কাজের প্রতিক্রিয়া হিসেবে কোনো কাজ বা আচরণ না করা।
- সর্বাবস্থায় নিজের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি অনুসারে আচরণ ও কর্মপন্থা অবলম্বন করা।
- কী কী নেই তা নিয়ে হা-হুতাশ না করে যা আছে তা নিয়েই সুপরিকল্পিতভাবে কাজ শুরু করা।
- প্রো-একটিভ দৃষ্টিভঙ্গি সবসময় সাফল্য ও বিজয় ছিনিয়ে আনে।
রি-এক্টিভ দৃষ্টিভঙ্গিঃ
- রি-এক্টিভ দৃষ্টিভঙ্গি সবসময় ব্যর্থতা, হতাশা ও অশান্তি সৃষ্টি করে।
- রি-একটিভ হলে নিয়ন্ত্রণ নিজের হাতে থাকে না।
- নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে।
- আপনি যখন অন্যের কথায় কষ্ট পান, অন্যের কথায় রেগে যান, অন্যের আচরণে ক্রোধে ফেটে পড়েন, অন্যের তোষামোদিতে উৎফুল্ল হয়ে ওঠেন, চাটুকারিতায় গলে যান, অন্যের কথায় নাচেন, তখন নিয়ন্ত্রণ আর আপনার হাতে থাকে না।
- রি-একটিভ দৃষ্টিভঙ্গি জীবনে নেতিবাচকতা সৃষ্টি করে।