দেশের বাইরে থেকে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডারকৃত পণ্য দেশে আনার উপায় কী?
দেশের বাইরে থেকে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডারকৃত পণ্য দেশে আনার উপায় কী?
Add Comment
আপনি আপনার কাজটি ebay এর মাধ্যমে করতে পারবেন। আপনার অর্ডারকৃত পণ্য সেলার রয়েল মেইল দিয়ে ফ্রিতে বাংলাদেশে পাঠাবে, এরপরে এটি আপনার এলাকার ডাকবিভাগে চলে যাবে। তবে দেশের বাইরে থেকে আনা যেকোনো প্রোডাক্টের ভ্যাটটি আপনাকেই দিতে হবে।
চার্জ :
আপনি যদি কম ওজনের কিছু আনেন অর্থাৎ ১০-৫০ গ্রাম তবে আপনার তেমন কোনো চার্জ লাগবে না কিন্তু ওজন বেশি হলে অর্থাৎ ১০০-৪০০ গ্রাম হলে ভ্যাট আসবে প্রায় ১১০০ টাকা এবং ৪০০-৮০০ গ্রাম হলে ২২০০ টাকা নগত ভ্যাট দিতে হবে। ধন্যবাদ