দ্রুত ইফতার করার ফজিলত আছে কি ?
দ্রুত ইফতার করার ফজিলত আছে কি ?
Add Comment
আরবি হাদিস
عَن سَهلِ بنِ سَعدٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الفِطْرَ». متفقٌ عَلَيْهِ
বাংলা অনুবাদ
সাহাল ইবনে সায়াদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যতদিন পর্যন্ত মুসলমানেরা শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে।”
[বুখারি ১৯৫৭, ১০৯৮, তিরমিযি ৬৯৯, ইবন মাজাহ ১৬৯৭, আহমদ ২২২৯৮, ২২৩২১, ২২৩৩৯, ২২৩৫২, ২২৩৬৩, মুওয়াত্তা মালিক ৬৩৮, দারেমি ১৬৯৯]