ধনী হওয়ার সুবিধা-অসুবিধাগুলি কী কী?

    Add Comment
    1 Answer(s)

      Elon Mask, বিশ্বের ১ নম্বর ধনী ব্যাক্তি, দিনে ১৬ – ১৮ ঘন্টা কাজে ব্যস্ত থাকেন। বেশিরভাগ দিনই তিনি ব্রেকফাস্টও করেন না, এবং দুপুরের খাবার তিনি মিটিং করতে করতে কিংবা কাজের ফাঁকেই খেয়ে নেন। তিনি নিজেই বলেছেন, তার ছেলেমেয়েরা বেশিরভাগ সময় কাটায় ইন্টারনেটেই বা ইউটিউবে।

      একদিকে যেমন Elon ১৩০০০০কোটি টাকার মালিক, বহু তরুণদের অনুপ্রেরণা; অন্যদিকে তেমনই নিজের পরিবার এর সাথে সময় কাটান না, যার ফলে তিন বার ডিভোর্স হয়েছে তার।

      ধনী হওয়ার সুবিধা তো যেকেউ হাসতে হাসতে বলে দেবে – বিশাল বাড়ি, বড় বড় গাড়ি, জমকালো পোশাকআশাক, দেশেবিদেশে ঘুরতে যাওয়া, একবারে পূর্ন স্বাধীনতা; কিন্তূ অসুবিধা বা দুঃখ প্রত্যেক মানুষের জীবনেই আছে। মানসিক যন্ত্রণা ধনী- গরিব দেখে হয় না।

      আপনি Elon musk এর মত না হলেও……কিছু অসুবিধা আপনার ধনী জীবনে আসবেই যেমন —

      ১) সম্পর্কের দূরত্ব। প্রচুর টাকা খরচ করে বাড়ি তো করলেন, আর তার সাথে সাথে নিজের পরিবারের মাঝখানে দেয়ালের পর দেয়াল তুলে দিলেন। সবার আলাদা আলাদা ঘর হয়ে গেল, এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার বারান্দাও দীর্ঘ হয়ে গেল, এখন কারো দিকে তাকাতে গেলেই দেয়ালে, দামি জিনিসপত্রগুলোতে চোখ আটকে যাবে।

      ২) নিজের কাজেই ব্যাস্ত থাকা। আপনি এখন ভাবছেন একবার ধনী হয়ে গেলে পায়ের উপর পা তুলে সময় কাটাবেন শুধু, তখন আর অত খাটতে হবে না। ভুল ভাবছেন ; যে কাজটি করে আপনি এটি অর্থ ও সম্মান পেয়েছেন, সেই কাজের পিছনেই আপনাকে আরো সময় দিয়ে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে ওই অর্থ আর সম্মান বজায় রাখার জন্য। Mark Zuckerberg তো চাইলেই Facebook আবিষ্কার করেই নিশ্চিন্ত মনে বসে থাকতে পারতেন, কিন্তূ না, সময়ের সাথে সাথে সেটিতে Update এসেই যাচ্ছে মাসে মাসে, তাকে আরো উন্নত করছেন, আর এর জন্য তাকে কত মাথা খাটাতে হচ্ছে, পরিশ্রম করে যেতে হচ্ছে।

      ৩) বন্ধুত্ব নষ্ট, আপনজনদের হারানো। যখনই আপনার টাকা বেশি হয়ে যাবে, তখনই আপনার আশেপাশের লোকজন ঘুরেফিরে সেই টাকাকেই টেনে আনবে বারবার। আপনি বন্ধুদের সাথে ঘুরতে গেলেন, খাওয়াদাওয়া করলেন- এবার তারা চাইবে আপনিই সব জায়গাতে টাকা খরচ করুন, আপনি হোটেলের খাওয়াদাওয়ার বিল দিন। আপনার আত্মীয়রা চাইবে যেকোনো প্রয়োজনে আপনিই টাকা দিয়ে তাদের সাহায্য করুন।

      ধনী ব্যাক্তিদের সবাই হিংসে করে, তাদের বিরুদ্ধেই কথা বলে। আপনার স্ত্রী আপনাকে ভালোবেসে বিয়ে করলেও, সবাই বলবে সে টাকার জন্য আপনাকে বিয়ে করেছে। আপনার ছেলে মেয়েরা জন্ম থেকেই টাকার স্বাদ পেয়ে যাবে, ফলে পরিশ্রমের মর্ম বুঝবে না, জেদি, অহংকারী তৈরি হবে, বেশিরভাগ সিনেমাতেই যেমন দেখানো হয় – বড়লোক বাপের কুলাঙ্গার সন্তান। বন্ধুদের বিল, আত্মীয়দের ইচ্ছা মেটাতে মেটাতে আপনারই একসময় মনে হবে আমার কোনো দাম নেই, শুধু আমার টাকার দিকেই সবার নজর….. এই টাকা যদি না থাকত ₹!

      Professor Answered on March 30, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.