ধানের ভালো ফলন কী ভাবে সম্ভব?
ধানের ভালো ফলনের উপায়:
সুষম মাত্রায় সঠিক সময়ে সার দেয়া।
পৌষ-মাঘ মাসের মধ্যে ধান রোপণ করলে ফলন বেশি হয়।চারার বয়স ৪০-৫০ দিন। চারা একটু গভীরে রোপণ করলে বেশি পুষ্টি গ্রহণ করতে পারে। জমি সমতল করতে হবে। চারা মরে গেলে পুনরায় নতুন চারা রোপণ করতে হবে। চারা বিলম্বে রোপণ করলে পরাগায়ণ হয় না, ফলে ধান চিটা হয়।
সার দেয়ার আগে আগাছা পরিষ্কার করতে হবে।
সঠিক সময়ে রোগ ও পোকামাকড় ধমন করা। সঠিক সময়ে সেচ দেওয়া। ধান পাকার সময় ধান শক্ত হলেই জমি থেকে পানি সরিয়ে দিতে হবে।