নখের ফুল আসলে কি?
নখের নীচে সাদাটে ছোপ দাগ নখের নীচের মাংস এবং নখের মাঝের জায়গায় বাতাসের বুদ্বুদের উপস্থিতির কারণে হয়ে থাকে। এটা যে সকল কারণে হয় সেগুলি হলঃ
– নখের ভিত্তিমূলে আঘাত পেলে
– কিডনির অকার্যকারিতার ফলে
– ছত্রাকের সংক্রমণের কারণে
– বংশগত কারণে
– কোন অঙ্গের অকার্যকারিতার কারণে
– প্রোটিন এবং জিংকের অভাব হলে
উপসর্গ সমূহঃ
– আঙ্গুলের উপরে সাদাটে দাগঃ নখে সাদা রেখার সারি এবং নখের রঙের পরিবর্তন যা শেষ পর্যন্ত সম্পূর্ণ সাদাতে পরিণত হয়।
– নখ এর আসল রূপ হারিয়ে রংবিহীন ও ভঙ্গুর হয়ে যায়।
– Leukonychia তে আক্রান্ত ব্যাক্তির বধিরতা, gingivitis, এবং hypekeratosis জাতীয় রোগ হতে পারে।
প্রাকৃতিক চিকিৎসাঃ
– আপনার খাদ্য তালিকায় প্রোটিন, ভিটামিন এবং প্রচুর জিংক সমৃদ্ধ খাবার যোগ করুন
– বার বার নেল পালিশ পরিবর্তনের অভ্যাস পরিহার করুন।