নতুন চুল গজাতে সাহায্যকারী কোন ঔষধ আছে কি?
নতুন চুল গজাতে সাহায্যকারী কোন ঔষধ আছে কি?
Add Comment
নতুন করে চুল গজানোর জন্য বেশ কিছু চিকিৎসা আছে, তবে তা আপনার জন্য কার্যকর কি না সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন, আপনার বংশগতভাবে চুলের পরিমাণ, আপনার চামড়ার নিচে চুলের কোষ জীবিত আছে কি না ইত্যাদি। নতুন করে চুল গজানোর জন্য সবচেয়ে সাম্প্রতিক চিকিৎসা হচ্ছে মিনোক্সিডিন শ্যাম্পু, হেয়ার সেল ইমপ্ল্যান্ট ( চামড়ার নিচে চুলের কোষ বসিয়ে দেওয়া), বিভিন্ন থেরাপি, বায়োটিন ট্যাবলেট ইত্যাদি। তবে এসব কোন কিছুই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নেওয়া/ ব্যবহার করা উচিৎ হবে না। এমনকি ট্যাবলেট বা শ্যাম্পু সঠিক পরামর্শ ছাড়া ব্যবহার করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন।