নতুন বছরে আমাকে পাঁচটি পরামর্শ দেবেন কি?
নতুন বছরে আমাকে পাঁচটি পরামর্শ দেবেন কি?
Add Comment
- প্রতিদিন নিজের জন্য নিজের অনাগত প্রজন্মের জন্য একটি হলেও ভালো কাজ করুন ।একটা ছোট্ট ভালো কাজের বদৌলতে আমাদের পরে যারা আসবে তারা যেন নিরুপদ্রবে হাঁটতে পারে, তাদের অবাধ মুক্ত গতিকে কেউ যেন রােধ করতে না পারে এই হোক নতুন বছরের একমাত্র প্রত্যাশা।
- প্রথাগত শিক্ষাটাই সব কিছু না।এমন অনেক মনীষী আছেন যারা বিদ্যালয়ের গন্ডী পেরােননি অথচ পৃথিবী বিখ্যাত । পড়াশােনা নিশ্চয়ই জরুরী সর্বিকভাবে । কিন্তু সবাই যদি ডাক্তার , ইঞ্জিনিয়ার হবে কবি , সাহিত্যিক খেলােয়াড় , শিল্পী কে হবে তবে ? তার জন্য যে যাই বলুক মনুস্বত্যের শিক্ষাটাই অর্জন করার চেষ্টা করুন।কেননা দিন শেষে এটাই আপনার একমাত্র সঙ্গী।
- মানুষ আসলেই একা।আপনার জীবনে যেই আসুক আর যেই ফিরে তাকাক আপনার জীবনের গন্ডীটাকে আপনাকেই পারি দিতে হবে।তাই কারো উপর অতি নির্ভরশীল হবেন না।এমনকি কাউকেই আপনার উপর অতি নির্ভরশীল হতে দিবেন না।
- সময়ের চোখে সবকিছু পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে পাল্টে যায় মানুষ , তার সঙ্গে জুড়ে থাকা সব সম্পর্ক , সময় এর চোখ রাঙ্গানি তে প্রলেপ পায় স্মৃতিরা ।তাই সময়কে মূল্যায়ন করুন।
- আসলে প্রতি মুহুর্তে,ঘড়ির কাঁটার প্রতিবার সরনে যে কালের,যে জগতের পরিবর্তন,সেই পরিবর্তনকেই আমরা মন থেকে মেনে নিতে পারি না,অথচ পরিবর্তনই জীবনের একমাত্র ধর্ম ।পরিবর্তনকে মেনে নিন।