নাগরিক অধিকার কী?
●নাগরিক (Citizen) : জন্মগতসূত্রে বা আইনসংগতভাবে কোনো দেশ বা রাষ্ট্রের স্থায়ী অধিবাসীদেরকে নাগরিক বলে। নাগরিক হলো কোনো দেশ বা রাষ্ট্রের স্থায়ী সদস্য তথা প্রজা।
●অধিকার (Ownership) : স্বত্ব, স্বামিত্ব, আধিপত্য, কর্তৃত্ব, দাবি, দখল, আয়ত্ত, উপযুক্ততা, সুযোগ, সুবিধা।
●নাগরিক অধিকার (Citizenship) : কোনো দেশ বা রাষ্ট্র থেকে প্রাপ্ত নাগরিকদের সকল প্রাপ্য সুযোগ-সুবিধাকে নাগরিক অধিকার বলে।
যেমনঃ
১। রাষ্ট্রে নিরাপত্তা লাভের অধিকার।
২। রাষ্ট্রে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার।
৩। বিপদে পড়লে রাষ্ট্র থেকে সাহায্য-সহযোগিতা পাবার অধিকার ইত্যাদি।