নাটক কাকে বলে?কত প্রকার ও কী কী?
নাটক কাকে বলে?কত প্রকার ও কী কী?
নাটক (English: Drama) = সাহিত্যের একটি বিশেষ ধরণ। সাধারণত একটি লিখিত পাণ্ডুলিপি অনুসরণ করে অভিনয় করে নাটক পরিবেশিত হয়ে থাকে।নাটকে স্থান, সময় ও পরিবেশের বর্ণনা ছাড়াও সংলাপ লেখা থাকে।
ত্রিমাত্রিক আয়তনে দর্শকদের সামনে অভিনেতা-অভিনেত্রীদের মাধ্যমে সমাজের কিছু ঘটনা বা কোন একটা ঘটনাকে কেন্দ্র করে যে যোগাযোগ মাধ্যম সৃষ্টি করা হয়,তাকে নাটক বলে ।
নাটকের শ্রেণীবিভাগ
নাটকের শ্রেণীবিভাগ কোনো বিশেষ বিষয়কে ভিত্তি করে করা হয়নি। নানারকম বিষয়বস্তু অনুসারে নাটককে নানাভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে।
নাটকের শ্রেণীবিভাগগুলো এরকম:
ক) ভাব সংবেদনা রীতি অনুসারে
(০১) ট্রাজেডি
(০২) কমেডি
(০৩) ট্রাজি-কমেডি
(০৪) মেলোড্রামা ও
(০৫) ফার্স।
খ) বিষয়বস্তুর উৎসরীতি অনুসারে
(০১) পৌরাণিক
(০২) ঐতিহাসিক
(০৩) ঐতিহাসিককল্প চরিত্রমূলক
(০৪) সামাজিক
(০৫) পারিবারিক
(০৬) উপকথাশ্রয়ী ও
(০৭) কাল্পনিক
গ) বিষয়বস্তুর প্রকৃতি অনুসারে
(০১) ধর্মমূলক
(০২) নীতিমূলক
(০৩) আধ্যাত্মিক
(০৪) রাজনৈতিক
(০৫) অর্থনৈতিক
(০৬) প্রেমমূলক
(০৭) দেশপ্রেমমূলক
(০৮) সমাজরীতিমূলক
(০৯) ষড়যন্ত্রমূলক
(১০) রোমাঞ্চকর দুঃস্বাহসমূলক ও
(১১) অপরাধ আবিষ্কারমূলক প্রভৃতি
ঘ) উপাদানযোজনা বৈশিষ্ট্য অনুসারে
(০১) গীতিনাট্য বা অপেরা
(০২) যাত্রা
(০৩) নৃত্যনাট্য
(০৪) নাটক বা ড্রামা
ঙ) আয়তন বা অঙ্কসংখ্যা অনুসারে
(০১) মহানাটক
(০২) নাটক
(০৩) নাটিকা
(০৪) একাঙ্কিকা
চ) গঠন রীতি অনুসারে
(০১) ক্লাসিক্যাল
(০২) রোমান্টিক
(০৩) দৃশ্যাবলী
ছ) রচনারীতি অনুসারে
(০১) পদ্যনাটক
(০২) গদ্যনাটক
(০৩) গদ্য-পদ্যময় নাটক
জ) উপস্থাপনারীতি অনুসারে
(০১) বাস্তবিক নাটক
(০২) ভাবতান্ত্রিক নাটক
(০৩) রূপক নাটক
(০৪) সাংকেতিক নাটক
(০৫) এক্সপ্রেশানিস্টিক নাটক
ঝ) উদ্দেশ্য অনুসারে
(০১) ঘটনামূখ্য (মোলোড্রামা)
(০২) চরিত্রমূখ্য (চরিত্রনাট্য)
(০৩) রসমূখ্য (রসনাট্য) ও
(০৪) তত্ত্বমূখ্য (তত্ত্বনাটক)