নারিকেল তেল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা উচিত না?
নারিকেল তেলের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু এর অপকারিতা সম্পর্কে কমই জানি। নারিকেল তেলের উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে। জেনে নিন সেগুলো সম্পর্কে।
নারিকেল তেলের অপকারিতা :
১. প্রথমত বলা যায় নারিকেল তেল কাপড়ে লাগলে এর দাগ সহজে যেতে চায় না। পাশাপাশি কাপড় তেল চিটচিটে হয়ে থাকে।
২. কালার করা চুলে নারিকেল তেল ব্যবহার করা উচিত না। এটি বেশিরভাগ ক্ষেত্রে চুলের কালার নষ্ট করে ফেলে।
৩. অনেকেই আছেন যারা ত্বকে নারিকেল তেল ব্যবহার করে থাকেন। কিন্তু সব ধরনের ত্বকের জন্য নারিকেল তেল উপকারি না। যাদের অ্যালার্জি রয়েছে তাদের জন্য এটি ব্যবহার করা ক্ষতিকর।
৪. ব্রণযুক্ত ত্বকে নারিকেল তেল ব্যবহার করা উচিত না। এটি ত্বকের ক্ষতি করে।
৫. অ্যালার্জিযুক্ত ত্বকেও নারিকেল তেল ব্যবহার করা উচিত না। এর ফলে ত্বক লালচে হয়ে যায় এবং অনেকটাই ফুলে যায়।
৬. অ্যালজেইমার, হাইপোথাইরয়েডিজম এবং ক্যান্সারের মত ভয়াবহ রোগও এই নারিকেল তেল ব্যবহারের মাধ্যমে হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
৭. ভালো কোয়ালিটির নারিকেল তেল তেমন ক্ষতিকর না হলেও বাজারে পাওয়া যায় খোলা নারিকেল তেল আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর।
৮. নারিকেল তেল অনেক পিচ্ছ্বিল একটি পদার্থ। এটি মেঝেতে পড়লে যেকোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। ধন্যবাদ