নারীদের যৌন অনীহার কারণ কী?

    নারীদের যৌন অনীহার কারণ কী?

    Supporter Asked on September 7, 2016 in যৌনমিলন.
    Add Comment
    1 Answer(s)

      নারীদের যৌন অনীহার কারণ :

      নারীদের যৌন অনীহা শারীরিক কিংবা মনস্তাত্তিক উভয় কিংবা যেকোনো একটি কারণে হতে পারে।

      শারীরিক কারণ :

      • রক্ত স্বল্পতা, যা নারীদের মাসিক ঋতুচক্রকালীন রক্তে আয়রনের হার হ্রাস পাওয়া থেকে প্রকট হয়।
        • মদ্যপানে আসক্তি
        • মাদাকাসক্তি
        • সন্তান প্রসব। সন্তান প্রসবের পরবর্তী কিছু সময়কাল নারীর যৌন আকাংখা সম্পূর্ণ হারিয়ে যায়। এটি শরীরে হরমোনাল পরিবর্তনের সাথে প্রায় সরাসরি জড়িত। বেশির ভাগ নারী সন্তান জন্মদেবার পর মানসিক ভাবে অনেকটা বিক্ষিপ্ত থাকেন তাই তারা শাররীক মিলন নিয়ে চিন্তা করার অবকাশ পাননা।
        • কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া।
        • Hyperprolactinaemia – পিটুহিটারী গ্রন্থির অতিরিক্ত ক্রিয়াশীলতায় এ সমস্যা দেখা দেয়।
        • ডায়াবেটিস জাতীয় রোগ দেখা যায়।

      মনস্তাস্তিক কারণ :

      • অবসাদ কিংবা বিষন্নতা।
        • দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, যখন নারী দুশ্চিন্তাগ্রস্ত থাকে তখন এ্যাডরিনাল (মুত্র) গ্রন্থি ইষ্ট্রোজেন এবং টেষ্ট্রোষ্টিরন হরমোন সৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ইষ্ট্রোজেন এবং টেষ্ট্রোষ্টিরন হরমোনই নারী শরীরে যৌন আকাংখা উৎপন্ন করে।
        • উদ্বিগ্নতা।
        • স্বামীর সাথে প্রচন্ড মানসিক বিবাধ থাকা।
        • শিশুসুলভ মনোভাবের পুনর্জন্ম।
        • পূর্বের ধর্ষণ কিংবা যন্ত্রনাদায়ক শারীরিক সম্পর্কের শিকার হওয়া।
      Professor Answered on September 7, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.