নারীর যৌন পুর্নতৃপ্তির বহিঃপ্রকাশ কি?

নারীর যৌন পুর্নতৃপ্তির বহিঃপ্রকাশ কি?

Add Comment
1 Answer(s)

    চরমানন্দের বহিঃপ্রকাশ নারী ভেদে এমনকি একই নারীর ভিন্ন মিলন সময়ে পার্থক্য হয়। কিছু নারীর আনন্দ চরম শিখরে গিয়ে তা খুব অল্প মুহুর্ত স্থির থেকে fade হয়ে যায়। অনেকের এটি অনেক সময় ব্যপ্তি নিয়ে বিদ্যমান থাকে, উঞ্চতা অনুভব, শরীরের গহীনে শিহরন, এবং এসকল অনুভুতি গুলো মিলনকালে ক্ষনে ক্ষনে আন্দোলিত করে।

    -যৌন পুর্নতৃপ্তির বহিঃপ্রকাশে নারী হয়তো তার শরীর arch করবে, যোনী সহ শরীরের অন্য পেশীকলা খিঁচুনী দেবে এবং তার চেহারা  pulled into a grimace করবে/হতে পারে। -তার কন্ঠস্বরের পেশী সংকুচিত হবার ফলে সে হয়তো চিকন-সুরে শিৎকার করবে অথবা নিচের ঠোঁট দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরবে। -এমনিতে মিলনকালে নারী তার কোমর নাড়াবে (উল্টো দিকে চাপ/ধাক্কা) দিবে কিন্তু যখন চরমানন্দ প্রকট হবে তখন স্থির হয়ে যাবে কিছু সময়ের জন্য।

    Professor Answered on June 26, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.