নিজেকে কতটা সুখী মনে করেন? আপনার সুখের রহস্য কী?

    নিজেকে কতটা সুখী মনে করেন? আপনার সুখের রহস্য কী?

    Default Asked on March 24, 2025 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      মুদ্রার দুই পিঠের মতো জীবনের দুই পিঠ। সুখ আর দুঃখ। একটা ছাড়া আরেকটাকে চিন্তা কি করা যায়? আমারতো মনে হয় না। অনেকেই আজকাল বলে আমি সর্বদা সুখে থাকি। মনকে ওই স্তরে নিয়ে গিয়েছি যেখান দুঃখের প্রবেশাধিকার নেই। আমার মনে হয় এটা জগতের সবচেয়ে বড় মিথ্যা কথা। বেঁচে থাকা মানেই উত্থান আর পতন, সুখ আর দুঃখ। জীবন অনন্তকালের জন্য আপনাকে যেকোনো একটা দিবে না। যে লোক সবকিছু হারিয়ে শেষ হয়ে গিয়েছে, বেঁচে থাকার সাহাস করে টিকে থাকলে জীবন থাকেও সুখ দেখাবে৷ যে মানুষটার জীবন পিকচার পারফেক্ট, জীবন চোখের পলকে তাকে দুঃখের মহাসমুদ্রে ঠেলে দিতে পারে।

      জীবিত মানুষের বিপি দেখেছেন? একবার উপরে ওঠে একবার নীচে নামে। আর মৃত মানুষের পালস দেখেন সোজাসাপ্টা লাইন। বেঁচে থাকার মানেও আমাদের হার্টবিটের মতোন। কখনো উঠছে কখনো নামছে। পালস যদি সোজাসাপটা হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমি আর বেঁচে নেই।

      আমি নিজেকে সুখি মনে করি কি? নাহ। তাহলে কি দুঃখি মনে করি? তাও না। আমি মনে করি আমি বেঁচে আছি। যদিও আজকাল সেটা নিয়ে আমি সন্দিহান হয়ে পড়ি। সত্যি বেঁচে আছিতো? নাকি হ্যান্ডমেইডস টেলের অফরেডের মতো বলে ফেলা উচিত “The life I am living is a paranoid delusion”!

      আপনার প্রশ্নের উত্তর খুব স্পেসিফিক ভাবে বললে বলা যায় আমি নিজেকে ক্ষেত্রবিশেষে সুখী মনে করি আর বেশিরভাগ সময় দুঃখবিলাসে ভেসে বেড়াই। আর দশজনের সাথে আমার পার্থক্য নেই।

      আমার মধ্যে সুখে থাকার কোনো রহস্য নেই। আর দশজনের মতোই। ধুরুন আজকে একজন ইনবক্সে আমার লিখা নিয়ে খুব সুন্দর একটা মন্তব্য করেছেন। আমি অসম্ভব খুশি হয়েছি। আবার আজকেই হটাৎ করে আবার মনে হলো, কিছুদিন আগে খুব সুন্দরভাবে একজন আমাকে ইগনোর করে আমার প্রকৃত অবস্থান দেখিয়ে দিয়েছে, হটাৎ একটু কষ্ট লেগেছে। তাহলে আজকের দিনে আমি কি সুখি না দুখী? আমি আসলে আজকে সাধারন আরেকটা মুখ। আমি প্রতিদিনই সাধারন আরেকটা মুখ। আমার মধ্যে কোনো রহস্য নেই।

      আপনি যত পজিটিভ মানুষই হোন, আমি সবসময় সুখী একটা ডাহা মিথ্যে কথা। আপনার একজন প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেলে আপনার পজিটিভ জ্ঞান কি সেই শুন্যতা পূরণ করতে পারবে? কষ্ট লাগবে না? অবশ্যই লাগবে। আমাদের একটা দিনে কষ্ট লাগার মতো অনেক জায়গা থাকে। মানুষ হয়ে জন্মেছি এর থেকে মুক্তি নেই। এবং কষ্টমুক্ত হওয়াও আসলে উচিত নয়। আজীবন সুখে থাকলে, সেটা আসলে একসময় মিনিংলেস হয়ে পড়বে।

      ধন্যবাদ।

      আবার দেখা হবে।

      Professor Answered on March 24, 2025.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.