নিজেকে করার মতো প্রশ্ন কী?
বৈজ্ঞানিক মতে , প্রতিটি বস্তুর দুইটা কোর্ডিনেট হয় সময় ও অবস্থান । আমার মতে আমাদের জীবনের ক্ষেত্রেও এটা সত্য । তাইতো আমাদের সঠিক সময়ে সঠিক অবস্থানে থাকতে । এই অবস্থান দ্বারা আমি কোন স্থানকে প্রকাশ করছি না । এই অবস্থান দ্বারা আমি বোঝাতে চাইছি আপনার জীবনের সফলতার গ্রাফে আপনার কোঅর্ডিনেট ।
ধরুন কোন নির্দিষ্ট সময় আপনার নির্দিষ্ট কোনো একটা কাজ করার কথা ছিল , কিন্তু অলসতার কারণে আপনি সেই কাজটা করেন নাই । ফল স্বরূপ আপনি নির্দিষ্ট সময় আপনার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবেন না মানে আপনি সফলতা গ্রাফে আছে পিছিয়ে পড়েছেন । আবার সময়ের ক্ষেত্রেও এটা সত্যি । প্রতিটি কাজই করার একটা নির্দিষ্ট সময় আছে । এখন দশ বছরে কোন একটা বাচ্চা তো অবশ্যই আমাকে সফল হতে হবে এই উৎসাহে চাকরি করতে যাবে না । তার এখন পড়ালেখার বয়স । সে অবশ্যই পড়ালেখা করবে আর তা সফলতায় গ্রাফটা পড়ালেখায় অগ্রগতির উপর নির্ভর করবে । এ প্রত্যেকটা কাজের নির্দিষ্ট সময় আছে আরো নির্দিষ্ট সময়ে আপনার সফলতা গ্রাফে আপনার অবস্থানটাও নির্দিষ্টই থাকতে হবে ।
তাই নিজেকে প্রশ্ন করুন , আপনার কোঅর্ডিনের ঠিক আছে তো । সময়ের সাপেক্ষে সফলতায় গ্রাফে আপনার অবস্থান ঠিক আছে তো ।