নিজেকে কিভাবে রহস্যময় করে তুলব?
নিজেকে কিভাবে রহস্যময় করে তুলব?
Add Comment
- কথা কম বলুন। ২৫ শতাংশ নিজে বলুন এবং ৭৫ শতাংশ কথা শুনুন।
- মাঝে মাঝে নিজেকে হাইড করে ফেলুন।
- নিজের দুর্বল অথবা উইক পয়েন্ট কারো সাথে শেয়ার করবেন না।
- নিজের ব্যক্তিগত বিষয়াদি কারো সাথে শেয়ার করবেন না।
- তবে অন্যের সম্পর্কে বিস্তারিত জানুন।
- অন্যের ব্যক্তিগত বিষয়াদিও জেনে ফেলুন।
- মানুষের মনস্তত্ত্ব বুজে সে অনুযায়ী আচরণ করুন।
- নিজের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরবর্তী পরিকল্পনা কাউকে জানাবেন না।
- নিজেকে কখনো সস্তা করবেন না। অর্থাৎ আগ বাড়িয়ে যার তার সাথে মিশতে যাবেন না। তবে কার্যকারণ সম্পর্ক থাকলে সেটি আলাদা বিষয়।