নিজেকে কিভাবে রহস্যময় করে তুলব?
রহস্যময় শব্দটা বড়ই অদ্ভুৎ। নিজেকে রহস্যময় করতে হলে, পুরাতন অভ্যাস গুলো ত্যাগ করুন।
- আগে বেশি কথা বলতেন, এখন একটু কম কথা বলবেন।
- আগে নিজেকে সময় কম দিতেন, এখন নিজেকে সময় দিন।
- আগে বই পড়তেন না,এখন বই পড়বেন।
- আগে বন্ধুদের সাথে সময় বেশি দিতাম,এখন দিবো না।
- আগে সোশাল মিডিয়া বেশি ব্যবহার করতাম, এখন কম করবো।
- আগে মোবাইল গেমস খেলতাম, এখন ব্যায়ম করবো।
- আগে ৯-১০ ঘন্টা ঘুমাতাম,এখন ৭-৮ ঘন্টা ঘুমাবো।
- ছোট্টো ছোট্টো পরিবর্তন আনতে চেষ্টা করুন দেবেন,এমনিতে রহস্যময় হয়ে উঠবেন।
9. অনেক আছে, নিজেকে রহস্যময় করার জন্য একা হয়ে যায় এটা করবেন না।
10. পড়ুন।
11.পড়ুন।
12.পড়ুন।
১০,১১,১২ নং পয়েন্টে গুলো ভালো মতো নোট করুন। দেবেন রহস্যময় একজন মানুষ হয়ে যাবেন।