নিজেকে কিভাবে সবার চাইতে সেরা বানানো যায়?
নিজেকে কিভাবে সবার চাইতে সেরা বানানো যায়?
০১) প্রতিদিন কমপক্ষে ২০-৩০ পেজ বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন। এতে আপনাকে জ্ঞানের দিক দিয়ে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে।
০২) আবেগকে সবসময় কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। কারণ আবেগের কারণে অধিকাংশ মানুষ ভুল কাজ করে থাকে আর আপনি যদি সেই আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি অন্যদের চেয়ে একটা ধাপ এগিয়ে থাকলেন।
০৩)বর্তমানে মানুষ শরীরের যত্ন নিতে উদাসীন। আপনি প্রতিদিন খেলাধুলা বা ব্যায়াম করতে পারেন। শরীরকে সুস্থ রাখাটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।
০৪) রাগকে কন্ট্রোল করতে পারেন। রাগের কারণে মানুষ যে সিদ্ধান্ত নেয় তা ভুল হয়ে থাকে। তাই আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করবেন।
০৫) মানুষকে চিৎকার দিয়ে গালাগালি করে কোনোকিছু না বুঝিয়ে ঠান্ডা মাথায় বুঝাবেন।
০৬) বর্তমান যুগ হচ্ছে ICT এর যুগ। তাই এই ফিল্ডের যেকোনো একটা ক্ষেত্রে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। যেমন ধরেন, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে পারেন, গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন।
০৭) শর্টকাট পদ্ধতি অবলম্বন না করে একেবারে সঠিকভাবে জানার চেষ্টা করবেন।
০৮) জীবনের ভ্রমণের দরকার আছে তাই প্রচুর ভ্রমণ করবেন।