নিজেকে কিভাবে সবার থেকে আলাদা করব যাতে সবাই সম্মান করে?
নিজেকে কিভাবে সবার থেকে আলাদা করব যাতে সবাই সম্মান করে?
Add Comment
এক নতুন কিছু বিচার করা যাক।
আমি বলতে যিনি পড়ছেন তিনি নিজেই।
1] সবাই তো একই পথে সাফল্য অর্জন করছে কিন্তু আমি না হয় অন্য পথ অবলম্বন করে সাফল্য নিয়ে আনার চেষ্টা করি।
2] সবাই যদি আমাকে অবহেলা করে তবে আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি।
3] সবাই যদি ডান বাম দিকের রাস্তা বেছে নেয় তাহলে আমি মাঝের রাস্তা বলে নিই।
সবাই যেটা করে আমি অন্য কিছু করবো, সবাই যদি করে তাহলে আমিও করবো, সবাই যদি না পারে তাহলে আমি পারবো। সবাই যদি না করে আমি করবো।