নিজেকে খুব একা লাগছে, কিছুই ভালো লাগে না। কী করব?
নিজেকে খুব একা লাগছে, কিছুই ভালো লাগে না। কী করব?
Add Comment
জন্ম একবারই , এটা ধরে নিয়ে আনন্দ করার পথ খু৺জুন। নিজেকে ভালোবাসুন। প্রথমে ই মনের মত বন্ধু খু৺জুন। তার সাথে সময় কাটান। একা থাকলে গান শুনুন, বাগান করুন, ভালো গল্পের বই পড়ুন, টিভি দেখুন, কোন সৃষ্টি ধরমী কাজ করুন। যা ভালো লাগে তাই করুন। কারও কাছে কৈফিয়ত দেবার দরকার নেই। সবচেয়ে আগে নিজের শরীর ঠিক রাখুন।