নিজেকে চেনার কৌশল কী?
আমরা যখন কাউকে গিফট দেই তখন সেটিকে ভালোভাবে প্যাক (Wrapped) করে দিই। কারণ আমরা জানি কেউ এরকম প্যাক্ট গিফট পেলে অনেক খুশি হয়, এটি নিজে খুলতে অনেক ভালো লাগে। যে গিফট দে তার মনে অনেক আনন্দ থাকে। ঠিক সেভাবেই ভগবান (God) আমাদের নিজের ট্যালেন্ট বা সামর্থ্য লুকিয়ে বা ঢেকে রাখেন যাতে আমরা সেগুলি খুঁজে আনন্দ পাই।
আর মনে রাখবেন কেউ নিজেকে একবারে চিনতে পারে না, একটি কাজকে যেভাবে বড় হতে দেখে ভালোভাবে চেনা যায় ঠিক সেভাবেই যেকোনো কেউই নিজেকে ধীরে ধীরে আবিষ্কার করতে পারবে, এটির জন্য নিজের পছন্দের তালিকা বানানো দরকার।
আপনি Ikigai (জাপানিজ সাফল্য লাভের পদ্ধতি) ব্যবহার করতে পারেন।